Ajker Patrika

যশোরে পূজা উদ্‌যাপন পরিষদের ২ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৫, ০০: ৫৮
দীপঙ্কর দাস-তপন কুমার। ছবি: সংগৃহীত
দীপঙ্কর দাস-তপন কুমার। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে যশোর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ বুধবার বিনয় কৃষ্ণ মল্লিক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি বেসরকারি এনজিও রাইটস যশোরের নির্বাহী পরিচালক।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।

আসামিরা হলেন শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং খালধার রোডের ফটিক চন্দ্র ঘোষের ছেলে ও পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতা ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার গঠন করেন।

আসামিরা এতে সন্তুষ্ট না হয়ে নতুন সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট বিলি, সমাবেশে বক্তব্য, সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দেন।

আসামিরা ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে তাঁদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আসামিদের এমন কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশবিরোধী ষড়যন্ত্র দৃষ্টিগোচর হওয়ায় তিনি আদালতে এই মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত