Ajker Patrika

সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি সদস্যের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে। 

সংঘর্ষটি ঘটে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আলীর সমর্থকদের সঙ্গে বর্তমান ইউপি সদস্য আবিয়র রহমানের সমর্থকদের মধ্যে। 

আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এলাকার আজিয়ার, রাশিদুল, মাজিদল, মনিরা, মনির, রাবেয়া, কুদ্দুস হাফিজুরসহ ১২ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। 
 
স্থানীয়রা বলছে, স্থানীয় দুই তরুণের মধ্যে ফ্রি-ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে রোববার রাতে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই তরুণ সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদস্যের সমর্থক হওয়ায় বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ১২টার দিকে সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আলী কর্মী-সমর্থকদের নিয়ে বর্তমান মেম্বারের বাড়িতে হামলা করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় আহতদের উদ্ধার করে রাত একটার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে প্রাক্তন ইউপি সদস্য কামরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আলী একই দাবি করে বলেন, তাঁর কর্মীদের মারধরের বিষয়ে জানতে গিয়ে তাঁরাও হামলার শিকার হয়েছেন। 

বর্তমান ইউপি সদস্য আবিয়র রহমান বলেন, ইফতারির সময়ে দুই তরুণ বাদানুবাদে জড়িয়ে পড়ে। ওই ঘটনার পর রাতে এক তরুণের ফ্রি-ফায়ার গেমের মধ্যে প্রতিপক্ষকে গালি দেওয়ার ঘটনাকে পুঁজি করে সাবেক দুই ইউপি সদস্যের নেতৃত্বে তাঁদের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায়। এবং তাদের কুপিয়ে আহত করে। 

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, পুলিশ সংঘর্ষের পরিস্থিতি শান্ত করেছে। অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত