Ajker Patrika

নিজ ঘরের ট্রাংক থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
নিজ ঘরের ট্রাংক থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের রামপালে লেপ-তোশকের ট্রাংক থেকে নীহারিকা হালদার (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রামপাল উপজেলার বেতকাঠা গ্রামে ওই বৃদ্ধার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা এখানে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহত নীহারিকা হালদার বেতকাঠা গ্রামের মৃত ক্ষিতিশ হালদার স্ত্রী। নীহারিকা হালদারের একমাত্র ছেলে চাকরিজীবী। তার তিন মেয়ে বিবাহিত হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। নীহারিকা তার স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘গত ২ থেকে ৩ দিন ধরে তাঁর ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে আজ সোমবার বিকেলে প্রতিবেশীরা তার মেজো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেয়। রাধিকা বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মধ্যে থাকা লেপ-তোশকের ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে, তারা থানা–পুলিশে খবর দেয়।’ 

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘রামপাল থানা–পুলিশ ট্রাংকের তালা ভেঙে নীহারিকা হালদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত