Ajker Patrika

উন্নয়নের জন্য অসাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনতে হবে: মেয়র

খুলনা প্রতিনিধি
উন্নয়নের জন্য অসাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনতে হবে: মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক শক্তিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’

আজ বুধবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন ও এইম বাংলা’র যৌথ উদ্যোগে ‘মুক্তিযুদ্ধর বাংলাদেশ: রাজনীতি উন্নয়ন ও আগামীর ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্মানিত অতিথি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আর তারই কন্যা শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের হাল ধরেছিলেন বলেই দেশটা পাকিস্তান হয়নি।’

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি। 

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এইম বাংলার চেয়ারম্যান সাংবাদিক মল্লিক সুধাংশু এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।

সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ, নারী নেত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত