Ajker Patrika

অভয়নগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬: ৩২
অভয়নগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা

যশোরের অভয়নগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ওই ট্রাক এবং ট্রেনের একটি বগি ও এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে উপজেলার আলিপুর লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খুলনা অঞ্চলের রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস। তিনি বলেন, ‘গতকাল রাত আনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন নওয়াপাড়া রেল স্টেশনের অদূরে আলিপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি রক্ষিত লেভেল ক্রসিং পার হয়ে স্থানীয় অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাক ট্রেনকে ধাক্কা দেয়।

ট্রেন দেখেই চলন্ত অবস্থায় নেমে পড়েন ট্রাকের চালক। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, এতে ওই ট্রাক এবং ট্রেনের একটি বগি ও এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান গৌতম বিশ্বাস।

লেভেল ক্রসিং অরক্ষিত হওয়ার বিষয়ে গৌতম বিশ্বাস বলেন, ‘লোকাল ক্রসিংগুলোতে গেটম্যান থাকেন না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত