Ajker Patrika

ভোমরায় পেঁয়াজ মজুত করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৫
ভোমরায় পেঁয়াজ মজুত করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুত করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুত না করতে সতর্ক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।

সাতক্ষীরার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও আমদানিকারক ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার যৌথ অভিযান চালায়।

এ সময় পেঁয়াজ মজুতের সত্যতা পেয়ে আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তাঁরা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন।

অপর দিকে, ভোমরা স্থলবন্দরে গত তিন দিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত