Ajker Patrika

ফকিরহাটে কৃষকের মরদেহ উদ্ধার 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৪
ফকিরহাটে কৃষকের মরদেহ উদ্ধার 

বাগেরহাটের ফকিরহাট সরকারি হাসপাতাল থেকে নির্মল মল্লিক (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। মৃত নির্মল মল্লিক খুলনার রূপসা উপজেলার বান্দাখাল এলাকার মৃত রামপদ মল্লিকের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে নির্মল মল্লিক নিজ বাড়িতে বিষ পান করেন। পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জেরে বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত