চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক। দুর্বৃত্তদের হাতে তাঁর হবু স্ত্রীও মারপিটের শিকার হয়েছেন। মুক্তিপণও আদায় করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের হাফানিয়া গ্রামের মৃত শমসেরের ছেলে জিয়া (৪৩), মতিয়ার রহমানের ছেলে সিজান (২২) এবং খোকন কারির ছেলে লিটন (২২)।
এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়া (৪৩) ও সিজান (২২)। তাদের থেকে উদ্ধার করেছে মুক্তিপণ হিসাবে নেওয়া ৮ হাজার টাকা ও মোবাইল ফোনসেট।
যশোরের চৌগাছা উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, মাস খানেক আগে পরিবারের সম্মতিতে শাহনাজ আক্তারের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। গত ৭ এপ্রিল সন্ধ্যার দিকে উভয় পরিবারের অনুমতি নিয়ে সদর উপজেলার হানাফিয়া গ্রামে শাহনাজের বান্ধবী প্রিয়ার বাড়িতে বেড়াতে যান দুজন। সে সময় আসামিরা ওই বাড়িতে প্রবেশ করে তাঁর হবু স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়। তিনি প্রতিবাদ করলে আসামিরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় হবু স্ত্রী শাহনাজ ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। পরে আসামিরা তাঁকে সেখান থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রাখে এবং মুক্তিপণ হিসাবে ২ লাখ টাকা দাবি করে। তাঁর কাছে থাকা এক হাজার তিন শ টাকা কেড়ে নেয়। পরে আসামিরা তাঁর মায়ের মোবাইল ফোন নম্বরে কল করে টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে আসামিদের দেওয়া বিকাশ নম্বরে ৮ হাজার টাকা পাঠায় তাঁর পরিবার। সেসময় আশপাশের লোকজন ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
যাওয়ার আগে আসামিরা এই বিষয়ে কোন মামলা করলে শাহনাজের বান্ধবী প্রিয়া ও তাঁর পরিবারের লোকজনকে খুন করবে বলে হুমকি দেয়। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) টিটু আলী জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর জিয়া ও সিজানকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
যশোরে হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক। দুর্বৃত্তদের হাতে তাঁর হবু স্ত্রীও মারপিটের শিকার হয়েছেন। মুক্তিপণও আদায় করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের হাফানিয়া গ্রামের মৃত শমসেরের ছেলে জিয়া (৪৩), মতিয়ার রহমানের ছেলে সিজান (২২) এবং খোকন কারির ছেলে লিটন (২২)।
এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়া (৪৩) ও সিজান (২২)। তাদের থেকে উদ্ধার করেছে মুক্তিপণ হিসাবে নেওয়া ৮ হাজার টাকা ও মোবাইল ফোনসেট।
যশোরের চৌগাছা উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, মাস খানেক আগে পরিবারের সম্মতিতে শাহনাজ আক্তারের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। গত ৭ এপ্রিল সন্ধ্যার দিকে উভয় পরিবারের অনুমতি নিয়ে সদর উপজেলার হানাফিয়া গ্রামে শাহনাজের বান্ধবী প্রিয়ার বাড়িতে বেড়াতে যান দুজন। সে সময় আসামিরা ওই বাড়িতে প্রবেশ করে তাঁর হবু স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়। তিনি প্রতিবাদ করলে আসামিরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় হবু স্ত্রী শাহনাজ ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। পরে আসামিরা তাঁকে সেখান থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রাখে এবং মুক্তিপণ হিসাবে ২ লাখ টাকা দাবি করে। তাঁর কাছে থাকা এক হাজার তিন শ টাকা কেড়ে নেয়। পরে আসামিরা তাঁর মায়ের মোবাইল ফোন নম্বরে কল করে টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে আসামিদের দেওয়া বিকাশ নম্বরে ৮ হাজার টাকা পাঠায় তাঁর পরিবার। সেসময় আশপাশের লোকজন ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
যাওয়ার আগে আসামিরা এই বিষয়ে কোন মামলা করলে শাহনাজের বান্ধবী প্রিয়া ও তাঁর পরিবারের লোকজনকে খুন করবে বলে হুমকি দেয়। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) টিটু আলী জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর জিয়া ও সিজানকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৫ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১০ মিনিট আগে