Ajker Patrika

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাগেরহাটে নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির ৩০ নেতা-কর্মীর মধ্যে ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসেন এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মোশাররফ হোসেন মন্টু। তিনি বলেন, পুলিশ আটক ৩০ নেতা-কর্মীর মধ্যে ৬ জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত রিমান্ড নামঞ্জুর করে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শাহেদ আলী রবিসহ ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামের মুনিগঞ্জের বাড়ি ও শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।

নেতাদের কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় জমান দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় প্রিজন ভ্যানে থাকা নেতাদের সমবেদনা জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত