Ajker Patrika

শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, দুই শিশু আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৫৪
শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, দুই শিশু আহত

যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিহাব হাসান (৭) ও হাবিবুর রহমান (৮) নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। 

আহত শিহাব হাসান পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে এবং হাবিবুর রহমান একই গ্রামের হাসানের ছেলে। 

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এএসআই) ফিরোজ হোসেন বলেন, দুজন শিশু বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলছিল। হঠাৎ তারা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখে। পরে কৌতুহলবসত তারা সেটা খুলে ফেলে। এর ভেতরে চালের কুড়া ও লাল টেপ প্যাঁচানো একটি বলের মতো কৌটা পায়। কৌটাটি বের করে খেলার বল মনে করে টেপ খুলে ফেললে বিকট আওয়াজে সেটি ফেটে যায়। এতে হাবিবুর গুরুতর আহত হয় এবং শিহাব হাতে ও মুখে আঘাত পায়। পরে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা রাখার প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত