Ajker Patrika

শ্যামনগরে দ্রুতগতির নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে দ্রুতগতির নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি এলাকায় দ্রুতগতির নসিমন গাড়ির ধাক্কায় জামিলা খাতুন মিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সংযোগ সড়কের ইস্রাফিল মাস্টারের মোড়ল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম উপজেলার খাগড়াঘাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে শ্রীফলকাটি কওমিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল। 

নিহত মিমের স্বজন সোহাগ ও মাদ্রাসার মুহতামিম অহিদুল ইসলাম জানায় খালার সঙ্গে বাজার থেকে ফিরে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানভাড়া পরিশোধ করছিল তারা। এ সময় তার মাথা থেকে রাস্তার ওপর পড়ে যাওয়া হিজাব ওঠাতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মিমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মিমের মৃত্যু হলেও পাশের খাদে পড়ে যাওয়া নসিমনের চালক বাবু আহত হয়। পরে তাঁকে শ্যামনগর হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

শ্যামনগর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাজমুল হক জানান, ‘হাসপাতালে নেওয়ার আগে মিমের মৃত্যু হয়। নসিমন চালক আবু সিদ্দিকের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা পাঠানো হয়েছে।’ 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘নিহত মিমের পরিবার অভিযোগ না করে লিখিত আবেদন জানানোর কারণে মৃতদেহ তাদের হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত