Ajker Patrika

প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২০: ২৭
প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য রাশিদুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলি-হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্লা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা মতিয়ার রহমানের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পবন গ্রুপের রাশিদুল, এনামুল, আতর, হাপান, উকিল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নিহত ব্যক্তির স্ত্রী মোছা. আসমা বেগম বলেন, ‘আমার স্বামী (রাশিদুল মোল্লা) কাজলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হান্নান মোল্লার লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত