Ajker Patrika

নড়াইলে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭: ১৪
নড়াইলে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল বহনের দায়ে মো. শামীম শিকদার (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিচারক মুহাম্মাদ আকরাম হোসেন আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শামীম শিকদার বরিশাল বন্দর থানার চরকরমজি গ্রামের মো. মোস্তফা শিকদারের ছেলে।

নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর বেলা ১২টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পূর্ব পাশ থেকে যশোর হতে নড়াইলগামী সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে শামীমকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত