যশোর প্রতিনিধি
যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে যথারীতি টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভেন্যুতে উপস্থিত হন। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের আসতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের কুয়াশা আর শীতের মধ্যে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
আজ রোববার সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটেছে। সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফ প্যান্ট আর পাতলা টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকে শিশুরা।
সরেজমিন ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে আজ রোববার সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিস। খেলা শুরু হওয়ার ঘণ্টা দুই আগে বাসে করে মনিরামপুর, শার্শা, চৌগাছা ও সদরের বালক-বালিকারা ভেন্যুতে উপস্থিত হয়। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা শিক্ষার্থীদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যেতে বলেন। শীত আর কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হওয়ার পাশাপাশি শীতে দুর্বল হয়ে পড়ে শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থীরা বলে, ‘খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। এরপর জার্সি পরে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পর পর স্যারেরা বলছেন, আর একটু পরই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্ট উদ্বোধন করবেন। কিন্তু কুয়াশাসহ তীব্র শীত। খেলাধুলার মধ্যে থাকলে শীত লাগত না। তবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে কাহিল হয়ে পড়েছি।’
খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শীতে বাচ্চারা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথা সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পাচ্ছে বাচ্চারা।’
এদিকে ১০টায় উদ্বোধনের কথা থাকলেও খেলার মাঠে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম উপস্থিত হন ১১টা ২০ মিনিটে। এ সময় তিনি অন্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘শীত উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা মাঠে আসে এ কথা সত্য। কিন্তু মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টি সত্য নয়।’
যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে যথারীতি টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভেন্যুতে উপস্থিত হন। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের আসতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের কুয়াশা আর শীতের মধ্যে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
আজ রোববার সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটেছে। সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফ প্যান্ট আর পাতলা টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকে শিশুরা।
সরেজমিন ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে আজ রোববার সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিস। খেলা শুরু হওয়ার ঘণ্টা দুই আগে বাসে করে মনিরামপুর, শার্শা, চৌগাছা ও সদরের বালক-বালিকারা ভেন্যুতে উপস্থিত হয়। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা শিক্ষার্থীদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যেতে বলেন। শীত আর কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হওয়ার পাশাপাশি শীতে দুর্বল হয়ে পড়ে শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থীরা বলে, ‘খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। এরপর জার্সি পরে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পর পর স্যারেরা বলছেন, আর একটু পরই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্ট উদ্বোধন করবেন। কিন্তু কুয়াশাসহ তীব্র শীত। খেলাধুলার মধ্যে থাকলে শীত লাগত না। তবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে কাহিল হয়ে পড়েছি।’
খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শীতে বাচ্চারা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথা সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পাচ্ছে বাচ্চারা।’
এদিকে ১০টায় উদ্বোধনের কথা থাকলেও খেলার মাঠে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম উপস্থিত হন ১১টা ২০ মিনিটে। এ সময় তিনি অন্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘শীত উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা মাঠে আসে এ কথা সত্য। কিন্তু মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টি সত্য নয়।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে