চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তি সম্পর্কে ওই ভুক্তভোগীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর স্বামীর বাড়িতে ২-৩ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তাঁর মা বোনের বাড়িতে গেলে ওই দিন রাতে বাবা বসতঘরে একা পেয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয় দেখিয়ে ২-৩ মাসে ৭-৮ বার ধর্ষণ করেন।
২০২৪ সালের ৭ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর অভিযুক্ত বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আটজন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা–নিরীক্ষা শেষে মামলায় রায় দেন আদালত।
এ বিষয়ে আদালতের পিপি এম এম শাহজাহান মুকুল বলেন, ‘কিশোরী ধর্ষণ মামলায় দণ্ডিত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ হয়েছে। জরিমানা তাঁর (দণ্ডিত ব্যক্তির) জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায়দেনা হিসেবে বিবেচিত হয়েছে।
মাননীয় আদালত এটা রায়ে উল্লেখ করেছেন। সর্বোপরি সাক্ষী শুরু থেকে মাত্র ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি বিধান করতে সক্ষম হয়েছি। সমাজে এ ধরনের ঘৃণিত অপরাধ আর যেন সংগঠিত না হয়, সে জন্য এ রায় যুগান্তকারী হয়ে থাকবে।’
চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তি সম্পর্কে ওই ভুক্তভোগীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর স্বামীর বাড়িতে ২-৩ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তাঁর মা বোনের বাড়িতে গেলে ওই দিন রাতে বাবা বসতঘরে একা পেয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয় দেখিয়ে ২-৩ মাসে ৭-৮ বার ধর্ষণ করেন।
২০২৪ সালের ৭ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর অভিযুক্ত বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আটজন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা–নিরীক্ষা শেষে মামলায় রায় দেন আদালত।
এ বিষয়ে আদালতের পিপি এম এম শাহজাহান মুকুল বলেন, ‘কিশোরী ধর্ষণ মামলায় দণ্ডিত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ হয়েছে। জরিমানা তাঁর (দণ্ডিত ব্যক্তির) জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায়দেনা হিসেবে বিবেচিত হয়েছে।
মাননীয় আদালত এটা রায়ে উল্লেখ করেছেন। সর্বোপরি সাক্ষী শুরু থেকে মাত্র ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি বিধান করতে সক্ষম হয়েছি। সমাজে এ ধরনের ঘৃণিত অপরাধ আর যেন সংগঠিত না হয়, সে জন্য এ রায় যুগান্তকারী হয়ে থাকবে।’
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৮ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩১ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৯ মিনিট আগে