খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সঙ্গে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই সংঘর্ষ বাধে।
সন্ধ্যা সাড়ে ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বাসস্ট্যান্ড মোড় অবরোধ করে রাখেন তাঁরা।
এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থী ও বাসশ্রমিকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে উভয় পক্ষের কয়েকজনের মাথা ফেটে রক্তাক্ত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাসদস্যরা শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। এরপর শিক্ষার্থীরা সোনাডাঙ্গা মডেল থানায় অবস্থান করেন। তবে থানার বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থীর ওপর বাসশ্রমিকেরা হামলা চালালে কয়েকজন আহত হন।
শিক্ষার্থীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের এক শিক্ষার্থী গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনে খুলনার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে বাসের সহকারীর সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই শিক্ষার্থীকে খুলনা জিরো পয়েন্টে নামিয়ে দেওয়ার কথা থাকলেও তাকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়।
এরপর ওই শিক্ষার্থী ভীত হয়ে তারঁ ব্যাচমেটদের খবর দেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁকে মারধর করেন রাজিব পরিবহনের শ্রমিকেরা।
পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ও অন্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গড়ায় এবং শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ বাধে।
খুবির ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনের বাস করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন বাসশ্রমিকেরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তাঁরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেন।
সেখানে কথা-কাটাকাটির জের ধরে বাসশ্রমিকেরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালার। এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। এ সময় দুজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যান। একপর্যায়ে তাঁরা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী আলম হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর তাদের খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে।’
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম জানান, রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুলনায় আসছিলেন। তাঁকে পরিবহনের সদস্যরা বসার ছিট দেননি। পরিবহনের সদস্যরা তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করেন।
এমন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট–পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাঁদের থামানোর সব চেষ্টা চলছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন। সেনা ও নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সঙ্গে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই সংঘর্ষ বাধে।
সন্ধ্যা সাড়ে ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বাসস্ট্যান্ড মোড় অবরোধ করে রাখেন তাঁরা।
এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থী ও বাসশ্রমিকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে উভয় পক্ষের কয়েকজনের মাথা ফেটে রক্তাক্ত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাসদস্যরা শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। এরপর শিক্ষার্থীরা সোনাডাঙ্গা মডেল থানায় অবস্থান করেন। তবে থানার বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থীর ওপর বাসশ্রমিকেরা হামলা চালালে কয়েকজন আহত হন।
শিক্ষার্থীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের এক শিক্ষার্থী গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনে খুলনার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে বাসের সহকারীর সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই শিক্ষার্থীকে খুলনা জিরো পয়েন্টে নামিয়ে দেওয়ার কথা থাকলেও তাকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়।
এরপর ওই শিক্ষার্থী ভীত হয়ে তারঁ ব্যাচমেটদের খবর দেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁকে মারধর করেন রাজিব পরিবহনের শ্রমিকেরা।
পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ও অন্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গড়ায় এবং শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ বাধে।
খুবির ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনের বাস করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন বাসশ্রমিকেরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তাঁরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেন।
সেখানে কথা-কাটাকাটির জের ধরে বাসশ্রমিকেরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালার। এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। এ সময় দুজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যান। একপর্যায়ে তাঁরা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী আলম হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর তাদের খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে।’
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম জানান, রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুলনায় আসছিলেন। তাঁকে পরিবহনের সদস্যরা বসার ছিট দেননি। পরিবহনের সদস্যরা তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করেন।
এমন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট–পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাঁদের থামানোর সব চেষ্টা চলছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন। সেনা ও নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে