ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের ঘোড়ামারা গ্রামে বিলের পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইমামুল, আলিফ, ফরিদা, মিকাইল, ইউনুস, ইলাহী মোল্লা, হাশেম মোল্লা, আফাঙ্গীরসহ ১৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের ও মারপিটের আঘাত রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পাঁচমাইল এলাকায় বিলের একটি পুকুরে পোড়াহাটি ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন মিন্টু মাছ চাষ করতেন। এই পুকুরটি নিজেদের দাবি করে সকালে মাছ ধরতে যান স্থানীয় বিএনপির কর্মী ইকবাল হোসেন। এ নিয়ে সকালেই এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে উভয় গ্রুপের সমর্থকেরা ঘোড়ামারা বাজারে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
হাসপাতালে আসা সদর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক স্বপন হোসেন জানান, ‘পুকুরটি শামীম হোসেন মিন্টুর। কিন্তু ইকবাল ও তার লোকজন জোর করে এর আগেও পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে। আবার মাছ ধরতে এসেছিল। এতে বাধা দেওয়ায় আমাদের লোকজনের ওপর হামলা করে আহত করেছে।’
অভিযোগ অস্বীকার করে ইকবালের ভাই আহত ইমামুল বলেন, ‘ইকবালের পুকুর ছিল ওটি। সে মাছ চাষ করে। মঙ্গলবার মাছ ধরতে গেলে ওদের (মিন্টুর) লোকজন আমাদের তাড়িয়ে দেয়। পরে বিকেলে আবার ঢাল-সড়কি নিয়ে বাজারে মারপিট শুরু করে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
ঝিনাইদহ সদরের ঘোড়ামারা গ্রামে বিলের পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইমামুল, আলিফ, ফরিদা, মিকাইল, ইউনুস, ইলাহী মোল্লা, হাশেম মোল্লা, আফাঙ্গীরসহ ১৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের ও মারপিটের আঘাত রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পাঁচমাইল এলাকায় বিলের একটি পুকুরে পোড়াহাটি ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন মিন্টু মাছ চাষ করতেন। এই পুকুরটি নিজেদের দাবি করে সকালে মাছ ধরতে যান স্থানীয় বিএনপির কর্মী ইকবাল হোসেন। এ নিয়ে সকালেই এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে উভয় গ্রুপের সমর্থকেরা ঘোড়ামারা বাজারে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
হাসপাতালে আসা সদর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক স্বপন হোসেন জানান, ‘পুকুরটি শামীম হোসেন মিন্টুর। কিন্তু ইকবাল ও তার লোকজন জোর করে এর আগেও পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে। আবার মাছ ধরতে এসেছিল। এতে বাধা দেওয়ায় আমাদের লোকজনের ওপর হামলা করে আহত করেছে।’
অভিযোগ অস্বীকার করে ইকবালের ভাই আহত ইমামুল বলেন, ‘ইকবালের পুকুর ছিল ওটি। সে মাছ চাষ করে। মঙ্গলবার মাছ ধরতে গেলে ওদের (মিন্টুর) লোকজন আমাদের তাড়িয়ে দেয়। পরে বিকেলে আবার ঢাল-সড়কি নিয়ে বাজারে মারপিট শুরু করে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে