ঝিনাইদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার এবং সাবেক দুই সিভিল সার্জনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে পৃথক তিনটি মামলা করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল (বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত), সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও ডা. মু. ছিদ্দিকুর রহমান (অবসরপ্রাপ্ত)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে মামলা দায়ের করা হয় এবং সন্ধ্যার পর তথ্যটি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত বরাদ্দ এম এস আর সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। সব প্রক্রিয়া শেষে ২০১৫-১৬ অর্থ বছরে মু. ছিদ্দিকুর রহমান সিভিল সার্জন ও স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল থাকা অবস্থায় ৪৮ লাখ ৯ হাজার ৪০২ টাকার বিভিন্ন ওষুধ ও মেডিকেল সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
এরপর ২০১৬-১৭ অর্থ বছরে রওশন আরা সিভিল সার্জন ও হাফিজ বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় একই জাতীয় ৩০ লাখ ৪৬ হাজার ৫৩ টাকার সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
একইভাবে ২০১৭-১৮ অর্থ বছরে হাফিস বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় (সেসময় দায়িত্বরত সিভিল সার্জন মো. খায়রুল আলম মৃত থাকায় মামলায় নাম বাদ দেওয়া হয়েছে) ২ কোটি ১৫ লাখ ১২ হাজার ৮৫১ টাকার বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয়। তবুও এসব ক্রয়ের বিস্তারিত রেজিস্ট্রার ভুক্ত করা হয়নি।
অভিযোগ প্রাপ্তির পর এই ঘটনার তদন্ত শেষে দুদক সত্যতা পায় যে, এই তিনজন সরকারি ওষুধ রেজিস্ট্রিতে অন্তভুক্ত না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
পরে অভিযুক্ত সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার সাফিজ বিন ফয়সাল, সাবেক সিভিল সার্জন রওশন আরা বেগম ও মু. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার এবং সাবেক দুই সিভিল সার্জনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে পৃথক তিনটি মামলা করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল (বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত), সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও ডা. মু. ছিদ্দিকুর রহমান (অবসরপ্রাপ্ত)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে মামলা দায়ের করা হয় এবং সন্ধ্যার পর তথ্যটি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত বরাদ্দ এম এস আর সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। সব প্রক্রিয়া শেষে ২০১৫-১৬ অর্থ বছরে মু. ছিদ্দিকুর রহমান সিভিল সার্জন ও স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল থাকা অবস্থায় ৪৮ লাখ ৯ হাজার ৪০২ টাকার বিভিন্ন ওষুধ ও মেডিকেল সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
এরপর ২০১৬-১৭ অর্থ বছরে রওশন আরা সিভিল সার্জন ও হাফিজ বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় একই জাতীয় ৩০ লাখ ৪৬ হাজার ৫৩ টাকার সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
একইভাবে ২০১৭-১৮ অর্থ বছরে হাফিস বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় (সেসময় দায়িত্বরত সিভিল সার্জন মো. খায়রুল আলম মৃত থাকায় মামলায় নাম বাদ দেওয়া হয়েছে) ২ কোটি ১৫ লাখ ১২ হাজার ৮৫১ টাকার বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয়। তবুও এসব ক্রয়ের বিস্তারিত রেজিস্ট্রার ভুক্ত করা হয়নি।
অভিযোগ প্রাপ্তির পর এই ঘটনার তদন্ত শেষে দুদক সত্যতা পায় যে, এই তিনজন সরকারি ওষুধ রেজিস্ট্রিতে অন্তভুক্ত না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
পরে অভিযুক্ত সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার সাফিজ বিন ফয়সাল, সাবেক সিভিল সার্জন রওশন আরা বেগম ও মু. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে