গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে মাষকলাইয়ে পাতা ছিদ্রকারী পোকা হানা দিয়েছে। এতে কিছু চাষির ফলনবিপর্যয় হলেও অধিকাংশেরই ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
চাষিরা জানান, কলাইয়ে পোকা লাগায় কিছুটা ফলনবিপর্যয় ঘটেছে। তবে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। অনেক চাষি কলাই কেটেছেন। আবার অনেকেই কাটছে। এখন কলাই ৪ হাজার টাকা মণ চলছে। কলাইয়ের এমন দাম পেলে আগামী বছর কলাই চাষ বাড়বে।
কল্যাণপুর গ্রামের কলাইচাষি জিনারুল ইসলাম বলেন, ‘মাষকলাইয়ে ভালো ফলন হয়েছে। তবে কলাইয়ে পোকার আক্রমণ না হলে আরও ভালো ফলন হতো। চলতি বছর সার, কীটনাশক, মজুরিসহ সবকিছুর দাম বাড়ায় আবাদ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তবে ভালো দাম পাওয়ায় খুশি আমরা।’
তেরাইল গ্রামের কলাইচাষি মারফত আলী বলেন, ‘কলাইয়ে পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে পড়তে হয়েছিল। কারণ আবাদে খরচ বেড়েছে। সার, ডিজেল, কীটনাশক, সেচসহ সবকিছুর দাম বাড়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। তবে দাম ভালো থাকলে কষ্টগুলো মনে থাকে না। চাষিরা রোদ, গরম, ঝড়-বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মাঠে ফসল ফলায়। আর এই ফসল যখন ঘরে ওঠে, তখন চাষি থাকে মহা আনন্দে। তাই ফসলের দাম আর ফলন বাড়লে চাষিরা কলাই চাষে আরও আগ্রহী হবে।’
রামদেবপুর গ্রামের কলাইচাষি মো. গোলাম মোস্তফা বলেন, ‘এবার কলাই অনেক ভালো ফলন হয়েছে। কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আরেকটু নরমগুলো মণপ্রতি ৩ হাজার ৫০০ টাকা। তাই ভালো দাম পাওয়া পরিশ্রমের কথা আর মনে নেই। কলাই বিঘাপ্রতি ছয়-সাত মণ হয়। কলাই ওঠা পর্যন্ত মোট খরচ হয় ২ হাজার টাকা।
কলাই ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, ‘কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আর এর থেকে একটু নরমগুলো মণ প্রতি ৩ হাজার ৫০০ টাকা চলছে। আশা করছি দাম আরও বাড়বে। অনেকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য কলাই কিনছে। কুমড়ো বড়ির জন্য কলাইয়ের একটা আলাদা কদর রয়েছে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয়ে সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় কলাই চাষ হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। পোকার আক্রমণে কিছুটা ফলন কমলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘কলাইয়ে ভালো দাম পাওয়ায় কৃষকেরা খুব খুশি। আর এভাবে দাম থাকলে আগামী বছর আশা করছি কলাই চাষ আরও বাড়বে।’
মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে মাষকলাইয়ে পাতা ছিদ্রকারী পোকা হানা দিয়েছে। এতে কিছু চাষির ফলনবিপর্যয় হলেও অধিকাংশেরই ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
চাষিরা জানান, কলাইয়ে পোকা লাগায় কিছুটা ফলনবিপর্যয় ঘটেছে। তবে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। অনেক চাষি কলাই কেটেছেন। আবার অনেকেই কাটছে। এখন কলাই ৪ হাজার টাকা মণ চলছে। কলাইয়ের এমন দাম পেলে আগামী বছর কলাই চাষ বাড়বে।
কল্যাণপুর গ্রামের কলাইচাষি জিনারুল ইসলাম বলেন, ‘মাষকলাইয়ে ভালো ফলন হয়েছে। তবে কলাইয়ে পোকার আক্রমণ না হলে আরও ভালো ফলন হতো। চলতি বছর সার, কীটনাশক, মজুরিসহ সবকিছুর দাম বাড়ায় আবাদ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তবে ভালো দাম পাওয়ায় খুশি আমরা।’
তেরাইল গ্রামের কলাইচাষি মারফত আলী বলেন, ‘কলাইয়ে পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে পড়তে হয়েছিল। কারণ আবাদে খরচ বেড়েছে। সার, ডিজেল, কীটনাশক, সেচসহ সবকিছুর দাম বাড়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। তবে দাম ভালো থাকলে কষ্টগুলো মনে থাকে না। চাষিরা রোদ, গরম, ঝড়-বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মাঠে ফসল ফলায়। আর এই ফসল যখন ঘরে ওঠে, তখন চাষি থাকে মহা আনন্দে। তাই ফসলের দাম আর ফলন বাড়লে চাষিরা কলাই চাষে আরও আগ্রহী হবে।’
রামদেবপুর গ্রামের কলাইচাষি মো. গোলাম মোস্তফা বলেন, ‘এবার কলাই অনেক ভালো ফলন হয়েছে। কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আরেকটু নরমগুলো মণপ্রতি ৩ হাজার ৫০০ টাকা। তাই ভালো দাম পাওয়া পরিশ্রমের কথা আর মনে নেই। কলাই বিঘাপ্রতি ছয়-সাত মণ হয়। কলাই ওঠা পর্যন্ত মোট খরচ হয় ২ হাজার টাকা।
কলাই ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, ‘কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আর এর থেকে একটু নরমগুলো মণ প্রতি ৩ হাজার ৫০০ টাকা চলছে। আশা করছি দাম আরও বাড়বে। অনেকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য কলাই কিনছে। কুমড়ো বড়ির জন্য কলাইয়ের একটা আলাদা কদর রয়েছে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয়ে সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় কলাই চাষ হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। পোকার আক্রমণে কিছুটা ফলন কমলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘কলাইয়ে ভালো দাম পাওয়ায় কৃষকেরা খুব খুশি। আর এভাবে দাম থাকলে আগামী বছর আশা করছি কলাই চাষ আরও বাড়বে।’
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
৬ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
৭ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
২৯ মিনিট আগে