Ajker Patrika

নানা আয়োজনে সাতক্ষীরায় আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২৩: ২৪
নানা আয়োজনে সাতক্ষীরায় আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

জমকালো আয়োজনে সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নবারুণ মোড়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আলোচনা সভা ও কেক কাটা হয়। 

পরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে শোভাযাত্রা বের হয়। পুরো আয়োজনে শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আযাদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক ড. দিলীপ দেব, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, বেসরকারি সংস্থা স্বদেশ’র পরিচালক মাধব দত্ত, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, রঘুনাথ খাঁ, ফারুক রহমান, রবিউল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আব্দুস সামাদ, আহসানুর রহমান রাজীব, আশরাফুল ইসলাম খোকন, আমিরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল, চন্দন চৌধুরী, রাহাত রাজা, আলতাফ বাবু, জাহিদুর রহমান, হাবিবুল হাসান, ফরহাদ হোসেন, আলী হুসাইন, ইব্রাহিম হোসেন, দৈনিক আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রতিনিধি শিক্ষক মজিবর রহমান, কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ। 

বক্তারা বলেন, মাত্র ২ বছরে আজকের পত্রিকা পাঠক হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। হাজারো পত্রিকার ভিড়ে পত্রিকাটি স্বকীয়তা বজায় রেখে পথ চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে আরও এগিয়ে যাবে আজকের পত্রিকা এ প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত