খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
৩ মিনিট আগেনওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিয়োগ স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবেদনকারীরা।
৬ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৮) খণ্ডিত দুই হাত উদ্ধারের পর এবার দুই পায়ের চারটি টুকরো পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়ায় মাইঠ্যা নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়টি টুকরো উদ্ধার করা গেলেও এখনো মাথা ও মূল
১১ মিনিট আগেরাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে বেজমেন্টে বাইরের কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। ঘটনাস্থলেও কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে রমনা বিভাগের উপপুলিশ কমিশন
২০ মিনিট আগে