যশোর প্রতিনিধি
প্রতারণার অভিযোগে তিন ইরানি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ইরানি নাগরিকদের যশোর এবং বাংলাদেশি নাগরিকদের ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকেলে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন।
গ্রেপ্তারকৃতরা হলেন ইরানি নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোরয মাসুফি (৫৭) এবং এক কিশোর। সে খালেদ মাহবুবীর ছেলে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫)।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ছোট বোতলে রাসায়নিক, মার্কিন ডলার, ইন্ডিয়ান, ইরানি, ইরাকিসহ বিভিন্ন দেশের নোট, পাসপোর্ট, মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন বলেন, ৮ এপ্রিল যশোরের অভয়নগরের একটি দোকান থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামের রাসায়নিক ব্যবহার করে ছয় লাখ টাকা লুট করে নেয় একটি চক্র। এ ঘটনায় দোকান মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।
এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে তাদের শনাক্ত করে। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ভাটারা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী তিন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর খুলনাসহ ৩২ জেলায় প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্র শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশে প্রতারণা করে এসেছে। প্রতারক চক্র ২০১২ সাল থেকে এসব প্রতারণামূলক কাজ করে আসছে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরও বলেন, ভয়াবহ মাদক স্কোপোলামিন; অপরাধ জগতে যেটির নাম ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। ভয়াবহ এই মাদক পথচারীদের নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’করে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। এ চক্রের খপ্পরে পড়ে তাদের হাতে স্বেচ্ছায় নিজের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা তুলে দিচ্ছেন অনেকেই। গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে ইতিমধ্যে চক্রটি যশোরসহ ৩২ জেলায় সক্রিয় রয়েছে।
এই ইরানি নাগরিকেরা প্রথমে ফেসবুকে বাংলাদেশি তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করেন। এর পর তারা মূলত টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। টুরিস্ট ভিসায় প্রবেশ করে বাংলাদেশের কয়েকজনের সহযোগিতায় তারা বিভিন্ন জেলা বিশেষ করে বাণিজ্যিক এলাকায় এসব প্রতারণা কাজ করে আসছিলেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন যশোর ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
প্রতারণার অভিযোগে তিন ইরানি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ইরানি নাগরিকদের যশোর এবং বাংলাদেশি নাগরিকদের ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকেলে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন।
গ্রেপ্তারকৃতরা হলেন ইরানি নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোরয মাসুফি (৫৭) এবং এক কিশোর। সে খালেদ মাহবুবীর ছেলে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫)।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ছোট বোতলে রাসায়নিক, মার্কিন ডলার, ইন্ডিয়ান, ইরানি, ইরাকিসহ বিভিন্ন দেশের নোট, পাসপোর্ট, মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন বলেন, ৮ এপ্রিল যশোরের অভয়নগরের একটি দোকান থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামের রাসায়নিক ব্যবহার করে ছয় লাখ টাকা লুট করে নেয় একটি চক্র। এ ঘটনায় দোকান মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।
এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে তাদের শনাক্ত করে। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ভাটারা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী তিন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর খুলনাসহ ৩২ জেলায় প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্র শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশে প্রতারণা করে এসেছে। প্রতারক চক্র ২০১২ সাল থেকে এসব প্রতারণামূলক কাজ করে আসছে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরও বলেন, ভয়াবহ মাদক স্কোপোলামিন; অপরাধ জগতে যেটির নাম ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। ভয়াবহ এই মাদক পথচারীদের নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’করে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। এ চক্রের খপ্পরে পড়ে তাদের হাতে স্বেচ্ছায় নিজের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা তুলে দিচ্ছেন অনেকেই। গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে ইতিমধ্যে চক্রটি যশোরসহ ৩২ জেলায় সক্রিয় রয়েছে।
এই ইরানি নাগরিকেরা প্রথমে ফেসবুকে বাংলাদেশি তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করেন। এর পর তারা মূলত টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। টুরিস্ট ভিসায় প্রবেশ করে বাংলাদেশের কয়েকজনের সহযোগিতায় তারা বিভিন্ন জেলা বিশেষ করে বাণিজ্যিক এলাকায় এসব প্রতারণা কাজ করে আসছিলেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন যশোর ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
২৩ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে এবারের বন্যায় প্রায় ১ হাজার ৭০০ বিঘা আবাদি ফসল, গোচারণভূমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেক অংশও পানিতে ডুবে যায়। উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের প্রায় ২ হাজার ৪০০ পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে আছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহৃত হচ্ছে পাঠদান। প্রতিষ্ঠানগুলোতে পানিতে থৈ থৈ করছে। প্রবেশ পথসহ খেলার মাঠগুলো পানিতে টইটম্বুর। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এ সকল প্রতিষ্ঠানে। তবে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয় না স্থায়ী কোনো সমাধান।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী হত্যার মামলায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিককে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে