Ajker Patrika

ফকিরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬ 

প্রতিনিধি, বাগেরহাট
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১০: ৩১
ফকিরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬ 

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাগেরহাট ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও ইজিবাইকসহ মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। ইজিবাইকে থাকা আরও এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়া এলাকায় এবং ট্রাকটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। আমরা নাম–পরিচয় জানার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত