চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।
চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি।
তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়।
কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।
চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি।
তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়।
কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে