Ajker Patrika

কেজিতে তরমুজ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর প্রতিনিধি
কেজিতে তরমুজ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

পিচ হিসেবে তরমুজ কিনে চড়া দামে কেজি দরে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ষষ্ঠী কুণ্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেন। 

একই অভিযানে মূল্য তালিকায় চালের দর উল্লেখ না থাকায় চাল বাজারের তন্নী রাইচ স্টোরের মালিক, মনি সংকর কুণ্ডুকে ৫ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা মেসার্স মোড়ল ট্রেডার্সের মালিক মোনায়েম হোসেনকে ৩ হাজার টাকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে মুসলিম স্টোরের মালিক আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন জাকির হোসেনের আদালত। 

এ আদালত পরিচালনার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ভোক্তা অধিকার যশোরের উপপরিচালক ওয়ালিদ বিন হাবিব ও আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম। 

এ আদালত বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘তরমুজ বিক্রেতা ষষ্ঠী কুণ্ডু ১৫০-১৮০ টাকায় পিচ হিসেবে তরমুজ কিনে ৬০ টাকা কেজি দরে একেকটি তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছিলেন। এ অভিযোগে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নানা অভিযোগে আরও ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকাসহ অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত