নওগাঁ প্রতিনিধি
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও একক আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম অভিযোগ করেন, সংগঠন শুরুর সময় নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলা হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে।
তিনি বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যাঁরা মাঠে থেকে সংগঠন গড়ে তুলেছেন, তাঁদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। নেতা-কর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হচ্ছে, যা অগণতান্ত্রিক ও অপমানজনক। দলের অভ্যন্তরে কারও মতামতের কোনো মূল্য নেই; ওপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, সম্প্রতি জেলা কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূল নেতাদের মৌখিক ভোটকে উপেক্ষা করে উপকমিটি গঠন করা হলেও তার কোনো তোয়াক্কা না করে অলৌকিকভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। এমনকি ওই উপকমিটিও এ বিষয়ে জানত না। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করছে যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
এবাদুল ইসলাম লিখিত বক্তব্যে আরও অভিযোগ করেন, কমিটি গঠনে অর্থের লেনদেন হয়েছে। জেলা পর্যায়ে কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে আনতে অর্থ সংগ্রহ করতে বলা হয়, যা চাপ ও অবিচারের শামিল। নতুন ধারার রাজনীতির কথা বললেও সংগঠন পুরোনো ধ্যানধারণা ও আচরণেই চলছে। শুধু নওগাঁ নয়, রাজশাহী বিভাগ থেকেও কেন্দ্রীয় প্রভাব খাটিয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, ‘নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে, তার কোনো যোগ্যতা নেই। স্বজনপ্রীতির কারণে তাকে মনোনীত করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি।’
সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও একক আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম অভিযোগ করেন, সংগঠন শুরুর সময় নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলা হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে।
তিনি বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যাঁরা মাঠে থেকে সংগঠন গড়ে তুলেছেন, তাঁদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। নেতা-কর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হচ্ছে, যা অগণতান্ত্রিক ও অপমানজনক। দলের অভ্যন্তরে কারও মতামতের কোনো মূল্য নেই; ওপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, সম্প্রতি জেলা কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূল নেতাদের মৌখিক ভোটকে উপেক্ষা করে উপকমিটি গঠন করা হলেও তার কোনো তোয়াক্কা না করে অলৌকিকভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। এমনকি ওই উপকমিটিও এ বিষয়ে জানত না। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করছে যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
এবাদুল ইসলাম লিখিত বক্তব্যে আরও অভিযোগ করেন, কমিটি গঠনে অর্থের লেনদেন হয়েছে। জেলা পর্যায়ে কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে আনতে অর্থ সংগ্রহ করতে বলা হয়, যা চাপ ও অবিচারের শামিল। নতুন ধারার রাজনীতির কথা বললেও সংগঠন পুরোনো ধ্যানধারণা ও আচরণেই চলছে। শুধু নওগাঁ নয়, রাজশাহী বিভাগ থেকেও কেন্দ্রীয় প্রভাব খাটিয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, ‘নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে, তার কোনো যোগ্যতা নেই। স্বজনপ্রীতির কারণে তাকে মনোনীত করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি।’
সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রজেক্ট (প্রকল্প) দেখিয়ে বড় বড় দুর্নীতি করেছে। আশপাশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল এখন সরকারের লোকসান প্রজেক্টে পরিণত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন এটি।
১০ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তানবীন ইসলাম (২৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে খামারে মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছো বাঘ। আজ শুক্রবার ভোরে নানুপুর ইউনিয়নের রহমতবাড়ি এলাকায় প্রাণীটি ধরা পড়ে। স্থানীয় কৃষক এয়াকুব আলী জানান, তাঁর খামারের মুরগি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কোনো প্রাণী খেয়ে ফেলছিল।
১৮ মিনিট আগেনিহতের বড় মা নাজমা খাতুন বলেন, ‘মেয়েটা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কয়েক দিন আগে ডাক্তার দেখাইছে, আলট্রাসনোগ্রাম করেছে৷ ডাক্তার বলছে, আর ৮-১০ দিন পর ডেলিভারি হবে। কিন্তু তার আগেই মেয়েটাকে ওরা এভাবে শেষ করে দিল ৷ আমরা ওদের কঠিন বিচার চাই।’
৩৩ মিনিট আগে