Ajker Patrika

ডিজেল ও বীজের দাম বৃদ্ধিতে দিশেহারা বোরোচাষিরা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ৫২
ডিজেল ও বীজের দাম বৃদ্ধিতে দিশেহারা বোরোচাষিরা

আমন ফসল কাটার মাঝামাঝি সময় চলছে। খুলনা জেলার সর্বত্র এখন বোরোর প্রস্তুতি। এবার জেলায় ৫৪ হাজার হেক্টরের বেশি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেল ও সরকারি বীজের দাম বৃদ্ধিতে দিশেহারা চাষিরা।

জমিতে চারা প্রস্তুতের মৌসুম শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে, চলবে ডিসেম্বর পর্যন্ত। তবে বোরোর প্রস্তুতি নিতে কৃষকেরা শুরুতেই হোঁচট খাচ্ছেন। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়। ইতিমধ্যে ঘোষণা দিয়ে ডিজেলের দাম লিটারে বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা। আবার প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গতবারের তুলনায় সরকারি বীজের দাম কেজিপ্রতি এক লাফে ১১-১৫ টাকা বেড়েছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি বীজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এলাকা সূত্রে জানা যায়, জেলার ফুলতলা বীজগুদামে বিআর-২৮, ৫৫, ৬৩, ৬৭, ৮১, ৮৪, ৮৬, ৮৮, ৮৯, বীণা-৮, ৫, ১০, ১৪, বিআর-৩,১৪, ১৬, ২৬ জাতের বীজ এসেছে। গত ১২ নভেম্বর পর্যন্ত বীজগুদামে ২ হাজার ৭০৭ মেট্রিক টন বীজ এসেছে। ইতিমধ্যে ৪৩০ জন ডিলারের কাছে ১ হাজার ২১১ মেট্রিক টন বীজ বিক্রি হয়েছে। এ মাসের শেষ দিকে গুদামে আরও ৮০০ মেট্রিক টন বীজ আসবে।

২০১৯ সালে ২ হাজার ২৬৩ মেট্রিক টন এবং গত বছর ২ হাজার ৫৬২ মেট্রিক টন বীজ বিক্রি হয়। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে সরকার ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে প্রকারভেদে প্রতি কেজি বীজে ১০ টাকা মূল্য কমায়। ২০২০ সালে ২৮, ৫৫ ও ৬৩ জাতের বীজের মূল্য ছিল কেজিপ্রতি ৩৯ টাকা। এ বছর সেই মূল্য ৫০ টাকা। ভিত্তি জাতের বীজ ৩৮ টাকার পরিবর্তে ৫৩ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। হাইব্রিড বীজ প্রতি কেজি ২২৫ টাকার স্থলে এবার ৫ টাকা কমানো হয়েছে।

এ বিষয়ে ডুমরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কৃষক ফজর গাজী বলেন, 'ডিজেলের দাম বেড়েছে লিটারে ১৫ টাকা, বীজের দাম কেজিতে বেড়েছে ১১ থেকে ১৫ টাকা। বীজের দাম বাড়ার কারণে তিনি এখনো পাতা ফেলতে (বীজ বুনতে) পারেননি। অন্যদিকে বোরো চাষে সেচ গুরুত্বপূর্ণ। ডিজেলের দাম বাড়ার কারণে সেচে খরচ বাড়বে। সেচের টাকা কীভাবে সংগ্রহ হবে, সেই চিন্তায় রয়েছেন কৃষকেরা।

কৃষক আবুল কালাম আজাদ বলেন, শ্যালো কিংবা সেচ মেশিন চালাতে প্রয়োজন ডিজেলের। ডিজেলের দাম বাড়ার কারণে সেচখরচ বাড়বে। এতে ধান উৎপাদনে খরচও বাড়বে।

 ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন, কৃষকের সমস্যা দূর করতে কৃষি বিভাগ কৃষকদের ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া বিনা মূল্যে বীজ ও সার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিএডিসি (বীজ) খুলনার উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, বীজতলার শুরুর আগেই জেলা ও উপজেলা পর্যায়ের ডিলারদের কাছে চাহিদামতো বীজ পাঠানো হয়েছে। উৎপাদন খরচ বাড়ায় এবার বীজের মূল্য বেড়েছে। যেকোনো অবস্থাতেই বীজের সংকট হবে না। সরকার চাহিদামতো বীজ সরবরাহ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত