চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ট্রাক্টরের চাপায় এর চালক রুবেল হোসেন (২৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবাররাত ৮টার দিকে চৌগাছা-শার্শা (কাশিপুর) সড়কের কাবিলপুর কমিউনিটি ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত রুবেল শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় চালকের সহকারী মারুফ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মারুফ হোসেন জানান, রুবেল হোসেন শার্শার উলাশীর কুচেমুড়া এলকার হীরা ব্রিকসের ইট বহনকারী ট্রাক্টরের চালক এবং তিনি হেলপার। মঙ্গলবার সন্ধ্যার পর তারা দুজন ইটভাটা থেকে এক গাড়ি ইট নিয়ে চৌগাছার মাশিলার পাশে ইট নামিয়ে দেন। তারপর সেখান থেকে ইটের মূল্য নিয়ে ভাটায় ফিরছিলেন। চৌগাছার শাহাজাদপুর বিজিবি ক্যাম্প পার হয়ে রাস্তা ভাঙা থাকায় চালক রুবেল গাড়িটি ডানে ঘোরান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে কপোতাক্ষ নদের ঢালুতে উল্টে যায়। তাঁরা দুজন গাড়িটির নিচে চাপা পড়েন।
মারুফ বলেন, ‘আমি একটি গর্তের মধ্যে পড়ায় আঘাত কিছুটা কম পাই। কোনো রকমে সেখান থেকে বের হয়ে স্থানীয়দের সহায়তায় রুবেলকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আল ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়। তার মাথায় অতিরিক্ত জখম ছিল এবং নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্ত বের হয়েছিল।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ট্রাক্টরের চাপায় এর চালক রুবেল হোসেন নিহতের ঘটনায় চৌগাছা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
যশোরের চৌগাছায় ট্রাক্টরের চাপায় এর চালক রুবেল হোসেন (২৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবাররাত ৮টার দিকে চৌগাছা-শার্শা (কাশিপুর) সড়কের কাবিলপুর কমিউনিটি ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত রুবেল শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় চালকের সহকারী মারুফ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মারুফ হোসেন জানান, রুবেল হোসেন শার্শার উলাশীর কুচেমুড়া এলকার হীরা ব্রিকসের ইট বহনকারী ট্রাক্টরের চালক এবং তিনি হেলপার। মঙ্গলবার সন্ধ্যার পর তারা দুজন ইটভাটা থেকে এক গাড়ি ইট নিয়ে চৌগাছার মাশিলার পাশে ইট নামিয়ে দেন। তারপর সেখান থেকে ইটের মূল্য নিয়ে ভাটায় ফিরছিলেন। চৌগাছার শাহাজাদপুর বিজিবি ক্যাম্প পার হয়ে রাস্তা ভাঙা থাকায় চালক রুবেল গাড়িটি ডানে ঘোরান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে কপোতাক্ষ নদের ঢালুতে উল্টে যায়। তাঁরা দুজন গাড়িটির নিচে চাপা পড়েন।
মারুফ বলেন, ‘আমি একটি গর্তের মধ্যে পড়ায় আঘাত কিছুটা কম পাই। কোনো রকমে সেখান থেকে বের হয়ে স্থানীয়দের সহায়তায় রুবেলকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আল ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়। তার মাথায় অতিরিক্ত জখম ছিল এবং নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্ত বের হয়েছিল।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ট্রাক্টরের চাপায় এর চালক রুবেল হোসেন নিহতের ঘটনায় চৌগাছা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৭ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৮ মিনিট আগে