খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুর নির্বাচন কমিশন অফিস থেকে তিনটি ল্যাপটপ ও ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি গেছে। গত সোমবার দিবাগত রাতে নির্বাচন অফিসের জানালার গ্রিল কেটে এসব মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খালিশপুর লিবার্টি স্ট্যান্ডের ঝরনার বাড়ির ভাড়াটিয়া মো. নয়ন খা (২০) ও নয়বাটি এলাকার সোহেল শেখ (২১)।
দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা এটি এম শামীম মাহমুদ জানান, গত সোমবার (০৬ মার্চ) দৌলতপুর থানা এলাকার নতুন রাস্তা মোড়ের নির্বাচন কমিশন অফিসে রাত পৌনে ৯টার দিকে তালা দিয়ে চলে যান। পরদিন মঙ্গলবার সকালে ফেরদৌস হাসান শাওন অফিসে এসে নিচের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে তাঁকে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। চোরেরা তিনটি ল্যাপটপ, ডিজিটাল স্বাক্ষর প্যাড, ক্যামেরা, রাউটার, পোর্টেবল হার্ডডিস্ক, মোবাইল, সিম নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার সন্ধ্যা পর্যন্ত চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করে। ইতিমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনার দৌলতপুর নির্বাচন কমিশন অফিস থেকে তিনটি ল্যাপটপ ও ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি গেছে। গত সোমবার দিবাগত রাতে নির্বাচন অফিসের জানালার গ্রিল কেটে এসব মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খালিশপুর লিবার্টি স্ট্যান্ডের ঝরনার বাড়ির ভাড়াটিয়া মো. নয়ন খা (২০) ও নয়বাটি এলাকার সোহেল শেখ (২১)।
দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা এটি এম শামীম মাহমুদ জানান, গত সোমবার (০৬ মার্চ) দৌলতপুর থানা এলাকার নতুন রাস্তা মোড়ের নির্বাচন কমিশন অফিসে রাত পৌনে ৯টার দিকে তালা দিয়ে চলে যান। পরদিন মঙ্গলবার সকালে ফেরদৌস হাসান শাওন অফিসে এসে নিচের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে তাঁকে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। চোরেরা তিনটি ল্যাপটপ, ডিজিটাল স্বাক্ষর প্যাড, ক্যামেরা, রাউটার, পোর্টেবল হার্ডডিস্ক, মোবাইল, সিম নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার সন্ধ্যা পর্যন্ত চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করে। ইতিমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
১২ মিনিট আগেইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ
৩৬ মিনিট আগেপরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৫ ঘণ্টা আগে