Ajker Patrika

খুলনায় জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯: ৩৭
খুলনায় জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ

জ্বালানি তেল বিক্রয়ের ওপর ডিলারস কমিশন বৃদ্ধি ও ৪০ কিলোমিটারের ওপরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও বিতরণ ১২ ঘণ্টা বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।

আজ সোমবার সকাল ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এই কর্মসূচি ঘোষণা করে। 

ট্যাংকলরি মালিক সমিতির মহাসচিব মো. ফরহাদ হোসেন বলেন, সর্বশেষ গেজেট অনুযায়ী বর্তমানে ডিলারস কমিশন ডিজেল প্রতি লিটারে ২ টাকা ৮৩ পয়সা, পেট্রলে ৪ টাকা ৭৮ পয়সা, অকটেনে ৪ টাকা ৯২ পয়সা, কেরোসিনে ১ টাকা ৬৮ পয়সা। বর্তমানে ট্যাংকলরি ভাড়া ৪০ কিলোমিটারের ওপরে প্রতি কিলো/লিটারে চার টাকা ভাড়া রয়েছে। তেলের দাম বৃদ্ধি পেলেও ভাড়া বাড়েনি ট্যাংকলরির ও ডিলারস কমিশন। 

এদিকে কমিশন বৃদ্ধির দাবিতে গত ৭ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত