Ajker Patrika

শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

মাগুরার শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে শালিখা থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার তালখড়ি ইউনিয়নের ফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫)। ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, বুধবার (১৮ মে) এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা ওসি বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, এসআই মনজুরুল, মাসুম বিল্লা, আবুল বাশার সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর থানার জেনারস স্কুলের সামনে থেকে ও ইছাখাদা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানান, আসামি ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি। তাঁর নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রল নিক্ষেপ করাসহ দেশদ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ২০১৩ সাল থেকে তাঁরা বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্র ছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত