সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মূল শহরের বাইরে ভোট বেশি পড়েছে। বিশেষ করে দৌলতপুর ও খালিশপুরে কেন্দ্রগুলোতে বেলা ২টা পর্যন্ত ভোটের হার প্রায় ৩৫-৪০ শতাংশের মতো। আজ সোমবার সকাল ৮টা থেকে কেসিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শহরের কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। মধ্যবয়স্ক ভোটারের সংখ্যা ছিল বেশি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের কারণে ধীর গতির অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্র থেকে।
কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা জানান, অনেকেই ভোট দিতে জানেন না। প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাই ধীর গতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কীভাবে ভোট দিতে হবে সেটা কেন্দ্রে গিয়ে বোঝার জন্য সময় ব্যয় করছেন। এতে লাইন দীর্ঘ হয়েছে আর অপেক্ষাও বেড়েছে।
তবে দৌলতপুর ও খালিশপুরে ধীর গতি থাকলেও ভোটার সংখ্যা ছিল অনেক বেশি। নারী ভোটার এই দুই অঞ্চলে অনেক বেশি ছিল।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, বেলা ২টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। আশা করা যাচ্ছে বিকেল ৪টা পর্যন্ত এই হার বাড়বে।
সকালের দিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও বেলা ১১টার পর থেকে ভিড় বাড়তে থাকে। ১টা পর্যন্ত ভোটারের উপস্থিতি বেশি ছিল কেন্দ্রগুলোতে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটে। অনেক জায়গায় মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ সময় ভোটার হার একটু কমে যায়। ধারণা করা হচ্ছে শেষ সময়ে এই সংখ্যা বাড়তে পারে।
দৌলতপুরের মধ্যগ্রাম বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০০ ভোটারের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭০০টি। এ ছাড়া খালিশপুরে স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬০০টি।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মূল শহরের বাইরে ভোট বেশি পড়েছে। বিশেষ করে দৌলতপুর ও খালিশপুরে কেন্দ্রগুলোতে বেলা ২টা পর্যন্ত ভোটের হার প্রায় ৩৫-৪০ শতাংশের মতো। আজ সোমবার সকাল ৮টা থেকে কেসিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শহরের কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। মধ্যবয়স্ক ভোটারের সংখ্যা ছিল বেশি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের কারণে ধীর গতির অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্র থেকে।
কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা জানান, অনেকেই ভোট দিতে জানেন না। প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাই ধীর গতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কীভাবে ভোট দিতে হবে সেটা কেন্দ্রে গিয়ে বোঝার জন্য সময় ব্যয় করছেন। এতে লাইন দীর্ঘ হয়েছে আর অপেক্ষাও বেড়েছে।
তবে দৌলতপুর ও খালিশপুরে ধীর গতি থাকলেও ভোটার সংখ্যা ছিল অনেক বেশি। নারী ভোটার এই দুই অঞ্চলে অনেক বেশি ছিল।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, বেলা ২টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। আশা করা যাচ্ছে বিকেল ৪টা পর্যন্ত এই হার বাড়বে।
সকালের দিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও বেলা ১১টার পর থেকে ভিড় বাড়তে থাকে। ১টা পর্যন্ত ভোটারের উপস্থিতি বেশি ছিল কেন্দ্রগুলোতে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটে। অনেক জায়গায় মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ সময় ভোটার হার একটু কমে যায়। ধারণা করা হচ্ছে শেষ সময়ে এই সংখ্যা বাড়তে পারে।
দৌলতপুরের মধ্যগ্রাম বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০০ ভোটারের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭০০টি। এ ছাড়া খালিশপুরে স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬০০টি।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩৪ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে