মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর দিয়ে আবারও তৈরি পোশাক নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মারেস্ক কিনঝো’। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ২০ ফিটের ১০টি কনটেইনার নিয়ে ছেড়ে যায় জাহাজটি।
জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়্যার লিমিটেড, অ্যাপেক্স লিংগারি লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লেমিংগো ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবার্টি নিটওয়্যার লিমিটেড, এ কে এম নিটওয়্যার লিমিটেড, স্টার্লিং ডেনিমস লিমিটেড, স্টার্লিং স্টাইলস লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাউজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য গেছে পোল্যান্ডে।
মূলত পদ্মা সেতু চালুর পর থেকেই ঢাকার তৈরি পোশাক মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়। পদ্মা সেতু চালুর পর প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় ২০২২ সালের ২৭ জুলাই। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ৫ম চালানে গার্মেন্টস পণ্য গেল বিদেশে। এর আগে মোংলা বন্দর দিয়ে পোল্যান্ড ও ইউরোপে যায় ঢাকার গার্মেন্টস পণ্য। এ ছাড়া আগামী ২২ জুন এমভি ‘মারেস্ক মংলা’ নামক আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ বন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্যের রপ্তানি শুরু হয়েছে।
মাকরুজ্জামান আরও বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার, আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। তাই দূরত্ব কম হওয়ায় রাজধানীসহ আশপাশের শিল্প-কলকারখানার মালিকেরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন। অপর দিকে মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ।
একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্বও কম। এতে সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয়ের কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে ঝুঁকে পড়ছেন। মূলত মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, জেটির অভ্যন্তরে কনটেইনার স্টাফিং সুবিধা, সময় সাশ্রয়, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।
মোংলা বন্দর দিয়ে আবারও তৈরি পোশাক নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মারেস্ক কিনঝো’। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ২০ ফিটের ১০টি কনটেইনার নিয়ে ছেড়ে যায় জাহাজটি।
জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়্যার লিমিটেড, অ্যাপেক্স লিংগারি লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লেমিংগো ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবার্টি নিটওয়্যার লিমিটেড, এ কে এম নিটওয়্যার লিমিটেড, স্টার্লিং ডেনিমস লিমিটেড, স্টার্লিং স্টাইলস লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাউজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য গেছে পোল্যান্ডে।
মূলত পদ্মা সেতু চালুর পর থেকেই ঢাকার তৈরি পোশাক মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়। পদ্মা সেতু চালুর পর প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় ২০২২ সালের ২৭ জুলাই। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ৫ম চালানে গার্মেন্টস পণ্য গেল বিদেশে। এর আগে মোংলা বন্দর দিয়ে পোল্যান্ড ও ইউরোপে যায় ঢাকার গার্মেন্টস পণ্য। এ ছাড়া আগামী ২২ জুন এমভি ‘মারেস্ক মংলা’ নামক আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ বন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্যের রপ্তানি শুরু হয়েছে।
মাকরুজ্জামান আরও বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার, আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। তাই দূরত্ব কম হওয়ায় রাজধানীসহ আশপাশের শিল্প-কলকারখানার মালিকেরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন। অপর দিকে মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ।
একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্বও কম। এতে সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয়ের কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে ঝুঁকে পড়ছেন। মূলত মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, জেটির অভ্যন্তরে কনটেইনার স্টাফিং সুবিধা, সময় সাশ্রয়, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
১ সেকেন্ড আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৪ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
২৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪০ মিনিট আগে