যশোরের মনিরামপুর বাজারের কাপড়ের মার্কেটে ৯টি দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভোরে নৈশ প্রহরীরা চলে যাওয়ার পর ৩-৪ জন যুবক মার্কেটে চুরির ঘটনা ঘটিয়েছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে।
মনিরামপুর থানার পাশে অবস্থিত কাপড়ের মার্কেটে যখন চুরির ঘটনা ঘটে তখন ভারী বর্ষা হচ্ছিল। এ সময় চক্রটি দোকানগুলোর ক্যাশবাক্স ভেঙে ৪ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে চোরেরা কোনো কাপড়চোপড়ে হাত দেয়নি।
খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশ, র্যাব, ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আলামত ও ভিডিওচিত্র সংগ্রহ করেছে। এদিকে সূর্য ওঠার পর চুরির ঘটনা ঘটায় রহস্য সৃষ্টি হয়েছে। মার্কেটের ব্যবসায়িক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
চুরি হওয়া দোকানগুলো হচ্ছে, আঁচল বস্ত্রালয় (১ লাখ ৩০ টাকা), আলমগীর বস্ত্রালয় (১ লাখ ১০ হাজার টাকা), বিসমিল্লাহ ফ্যাশন (৮০ হাজার টাকা), এক্সপোর্ট ফ্যাশন (৫০ হাজার টাকা), লেডিস কর্নার (৪০ হাজার টাকা), স্মার্ট ফ্যাশন (২২ হাজার টাকা), এম. আর ক্লথ স্টোর (২০ হাজার টাকা), নিউ শাড়ি প্যালেস (৫ হাজার টাকা) ও সিয়াম সু প্যালেস (৭০ হাজার টাকা)। চুরি যাওয়া টাকার পরিমাণ দোকান মালিকদের দাবি।
আঁচল বস্ত্রালয়ের মালিক শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই মার্কেটে চুরি হয়েছে। দোকানে এসে দেখি তালা যেমন তেমনি আছে। রড দিয়ে দোকানের শাটার (ঝাঁপ) বাঁকা করে ভেতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙেছে। আমার ক্যাশে ১ লাখ ৩০ হাজার টাকা ছিল। সব নিয়ে গেছে।
বাজারের কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এর মধ্যে নৈশপ্রহরীরা দায়িত্ব ছেড়ে চলে যান। তাঁরা চলে যাওয়ার পরপরই চোরেরা মার্কেটে ঢোকে। ঘণ্টাখানেক সময়ের মধ্য তারা ১৩টি দোকানের শাটার ভাঙে। তার মধ্যে ৯ টির ক্যাশবাক্স ভেঙে টাকাপয়সা নিয়ে যায়। এ ঘটনায় আমরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘চুরির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের দ্রুত ধরতে পারব বলে আশা করছি।’
যশোরের মনিরামপুর বাজারের কাপড়ের মার্কেটে ৯টি দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভোরে নৈশ প্রহরীরা চলে যাওয়ার পর ৩-৪ জন যুবক মার্কেটে চুরির ঘটনা ঘটিয়েছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে।
মনিরামপুর থানার পাশে অবস্থিত কাপড়ের মার্কেটে যখন চুরির ঘটনা ঘটে তখন ভারী বর্ষা হচ্ছিল। এ সময় চক্রটি দোকানগুলোর ক্যাশবাক্স ভেঙে ৪ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে চোরেরা কোনো কাপড়চোপড়ে হাত দেয়নি।
খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশ, র্যাব, ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আলামত ও ভিডিওচিত্র সংগ্রহ করেছে। এদিকে সূর্য ওঠার পর চুরির ঘটনা ঘটায় রহস্য সৃষ্টি হয়েছে। মার্কেটের ব্যবসায়িক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
চুরি হওয়া দোকানগুলো হচ্ছে, আঁচল বস্ত্রালয় (১ লাখ ৩০ টাকা), আলমগীর বস্ত্রালয় (১ লাখ ১০ হাজার টাকা), বিসমিল্লাহ ফ্যাশন (৮০ হাজার টাকা), এক্সপোর্ট ফ্যাশন (৫০ হাজার টাকা), লেডিস কর্নার (৪০ হাজার টাকা), স্মার্ট ফ্যাশন (২২ হাজার টাকা), এম. আর ক্লথ স্টোর (২০ হাজার টাকা), নিউ শাড়ি প্যালেস (৫ হাজার টাকা) ও সিয়াম সু প্যালেস (৭০ হাজার টাকা)। চুরি যাওয়া টাকার পরিমাণ দোকান মালিকদের দাবি।
আঁচল বস্ত্রালয়ের মালিক শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই মার্কেটে চুরি হয়েছে। দোকানে এসে দেখি তালা যেমন তেমনি আছে। রড দিয়ে দোকানের শাটার (ঝাঁপ) বাঁকা করে ভেতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙেছে। আমার ক্যাশে ১ লাখ ৩০ হাজার টাকা ছিল। সব নিয়ে গেছে।
বাজারের কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এর মধ্যে নৈশপ্রহরীরা দায়িত্ব ছেড়ে চলে যান। তাঁরা চলে যাওয়ার পরপরই চোরেরা মার্কেটে ঢোকে। ঘণ্টাখানেক সময়ের মধ্য তারা ১৩টি দোকানের শাটার ভাঙে। তার মধ্যে ৯ টির ক্যাশবাক্স ভেঙে টাকাপয়সা নিয়ে যায়। এ ঘটনায় আমরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘চুরির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের দ্রুত ধরতে পারব বলে আশা করছি।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩৩ মিনিট আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
২ ঘণ্টা আগে