Ajker Patrika

গাংনীতে ঘন কুয়াশায় গাড়ির লাইটে চলতে হয় রাস্তা, ভয় দুর্ঘটনার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
গাংনীতে ঘন কুয়াশায় গাড়ি চলছে লাইট জ্বেলে। ছবি: আজকের পত্রিকা
গাংনীতে ঘন কুয়াশায় গাড়ি চলছে লাইট জ্বেলে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে কুয়াশার তীব্রতা থাকায় সড়কে আলো জ্বেলে যানবাহনগুলোকে পথ চলতে হচ্ছে। তাতে একদিকে গাড়ি চলছে ধীরগতিতে, তেমনি দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।

অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ভোর থেকেই ঘন কুয়াশায় রাস্তা ঢেকে ছিল। তারপরও পেটের তাগিদে বের হতে হয়। ধীরে ধীরে গাড়ি চলে, তবু ভয় লাগে। রাস্তায় যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলে। তবু কুয়াশা ভেদ করে দেখা কষ্টকর হয়।

আলগামন চালক মো. রাজ্জাক আলী বলেন, ‘আমরা ভাড়ায় ইটের ভাটায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’

পাখি ভ্যানচালক মো. শামীম হোসেন বলেন, ‘কুয়াশায় ভ্যান চালাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সামনের ছোট লাইটে পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। দুর্ঘটনার কথা মনে পড়লে ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায়, গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’

উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল্লাহ বলেন, ‘আগেও কয়েক দিন হালকা কুয়াশা দেখেছি। তবে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভয় হয় রাস্তায় দুর্ঘটনা ঘটার। তাই সবাইকে যানবাহন নিয়ে সাবধানে চলাচল করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শীত আসছে। তারই অংশ হিসেবে ভোরে কুয়াশার দেখা মিলছে। বিশেষ করে গ্রাম এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকে। তবে এই কুয়াশায় ফসলের কোনো ক্ষতি হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত