চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে জড়িতদের আটকের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পিপি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, মাহাবুব আলম বাচ্চু, আর এম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, এম এ গফুর, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জিপি সোহেল শামীম।
সভায় বক্তারা বলেন, বাবুল শুধু একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে প্রশাসনের প্রতিনিধি। অথচ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, যা উদ্বেগজনক।
বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা আইনজীবীদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করতে হবে। অন্যথায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১-এর পিপি সেতারা খাতুন, দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব, সাবেক স্পেশাল পিপি বদরুজ্জামান পলাশ, সাইফুল করিম মুকুল, খোন্দকার মোয়াজ্জাম হোসেন মুকুল, জুলফিকার আলী জুলু, আব্দুল মজিদ, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে জড়িতদের আটকের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পিপি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, মাহাবুব আলম বাচ্চু, আর এম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, এম এ গফুর, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জিপি সোহেল শামীম।
সভায় বক্তারা বলেন, বাবুল শুধু একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে প্রশাসনের প্রতিনিধি। অথচ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, যা উদ্বেগজনক।
বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা আইনজীবীদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করতে হবে। অন্যথায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১-এর পিপি সেতারা খাতুন, দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব, সাবেক স্পেশাল পিপি বদরুজ্জামান পলাশ, সাইফুল করিম মুকুল, খোন্দকার মোয়াজ্জাম হোসেন মুকুল, জুলফিকার আলী জুলু, আব্দুল মজিদ, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের
৯ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।
১০ মিনিট আগেশিরকের অভিযোগে মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় সামাজিক বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
১৩ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে