Ajker Patrika

যশোরে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
যশোরে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঝালকাঠি জেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহাদাৎ হোসেন (৩৫), তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা ও যশোর সদরের পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার (কওমি মাদ্রাসা) প্রধান শিক্ষক। 

আজ বুধবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ঝালকাঠি জেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, যশোরের আরবপুর এলাকার আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার (কওমি মাদ্রাসা) প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মাদ্রাসা ভবনের নিচতলায় বসবাস করেন। গত ৮ মার্চ তিনি ভুক্তভোগী ছাত্রীকে (১২) কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ১১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আসামি শাহাদাৎ হোসেন পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত