Ajker Patrika

মোরেলগঞ্জের পানগুছি নদীতে যুবকের অর্ধগলিত লাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২১
মোরেলগঞ্জের পানগুছি নদীতে যুবকের অর্ধগলিত লাশ

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন হাওলাদার (২৭) মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনেরা জানান।

মিলন রিকশা ভ্যান চালানোর পাশাপাশি সুন্দরবন থেকে মাছ ধরে করে বিক্রি করতেন। তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে আছে।

আজ সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদীর বদনিভাঙ্গা এলাকায় ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায় বলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ বা কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, ‘ওই যুবক কাজের জন্য প্রায় দেরিতে ঘরে ফিরতেন। তবে গতকাল রোববার পর্যন্ত বাড়ি ফিরে না আসায় মৌখিকভাবে থানায় নিখোঁজের অভিযোগ দেওয়া হয়।’

স্থানীয় কাউন্সিলর ও নিহতের ফুপাতো ভাই ইউনুস সরদার বলেন, ‘গত শনিবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিলেন মিলন। কীভাবে মারা গেল, কীভাবে কী হলো আমরা কিছুই বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত