Ajker Patrika

খুবিতে আকস্মিক ক্লাস পরিদর্শনে উপাচার্য

খুবি প্রতিনিধি 
খুবিতে ক্লাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন উপাচার্য। ছবি: আজকের পত্রিকা
খুবিতে ক্লাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন উপাচার্য। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং ইংরেজি ডিসিপ্লিনের কয়েকটি ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘আমরা কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তবজীবনে প্রযোজ্য জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করি। আমাদের শিক্ষাব্যবস্থা হতে হবে যুগোপযোগী, বাস্তবমুখী এবং গবেষণানির্ভর।’

উপাচার্য আরও বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং বিশ্লেষণধর্মী, চিন্তাশীল এবং প্রয়োগযোগ্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। এ জন্য প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হতে হবে। যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, সেসব ডিসিপ্লিনে পর্যায়ক্রমে ল্যাব স্থাপন করা হবে।’

উপাচার্য বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালার আলোকে প্রণীত ওবিই কারিকুলামের বিভিন্ন দিক নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শ্রেণিকক্ষ সংকটসহ কয়েকটি সমস্যার কথা তুলে ধরলে উপাচার্য বলেন, চলমান ১০ তলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে ক্লাসরুম সংকট অনেকটাই কমে যাবে। এ ছাড়া অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত