Ajker Patrika

খুলনায় ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় মো. জাহিদ গাজী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর নিরালা তাবলীগ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ গাজী নিরালা ১৯ নম্বর রোডের বাসিন্দা কালাচান গাজীর ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত পথচারীর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত জাহিদ গাজী নিরালা ১৯ নম্বর রোডের বাসিন্দা। রাত ১০টার দিকে তিনি নিরালা তাবলীগ মসজিদের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। ইজিবাইকচালক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালে রেখে ইজিবাইকচালক সটকে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং, স্থান পানের বরজ

এলাকার খবর
Loading...