Ajker Patrika

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈলতলী নামক স্থান থেকে আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে ফাঁকা জায়গায় হওয়ায় কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। নিহতদের পরিচয়ও শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত