এসএসসি পরীক্ষা
যশোর প্রতিনিধি
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার (১০ জুলাই)। প্রকাশিত ফলাফলে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম রানাকে অকৃতকার্য দেখানো হয়। তিন দিন পর আজ রোববার বিকেলে সংশোধিত ফলাফলে তার জিপিএ-৫ এসেছে। শুধু মিয়ারাজ নয়, যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর এমন ফল পরিবর্তন হয়েছে। ওই কেন্দ্রের বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য ছিল।
মিয়ারাজ ইসলাম জানায়, গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫, একটিতে ‘এ’ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হিসেবে ফল আসে। জিপিএ-৫ হবে—এমন আত্মবিশ্বাস তার ছিল।
আজ শিক্ষা বোর্ডের সংশোধিত ফলাফলে তার জিপিএ-৫ আসে। এই কয়েক দিন তার বাবা-মাসহ পরিবারের কারও খাওয়া-ঘুম ছিল না। বাড়ির সবার মন খারাপ ছিল। এখন জিপিএ-৫ পেয়ে তার বাড়ির সবাই খুব খুশি।
পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, এই কেন্দ্র থেকে এ বছর ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৪৮ জন। বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাওয়া হয়। তখন কেন্দ্রসচিব মো. খান জাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।
কেন্দ্রসচিব খান জাহান আলী বলেন, ‘কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ে অকৃতকার্য এল, তা আমরা বুঝতে পারিনি। ফল সংশোধনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করার পর আজ শিক্ষা বোর্ডে গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।’
৪৮ শিক্ষার্থীর ফলাফলে কী সমস্যা হয়েছিল—জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এমনটা হয়েছে। আজ তাদের ফল সংশোধন করে দেওয়া হয়েছে। সবাই জিপিএ-৫ পেয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরো খবর পড়ুন:
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার (১০ জুলাই)। প্রকাশিত ফলাফলে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম রানাকে অকৃতকার্য দেখানো হয়। তিন দিন পর আজ রোববার বিকেলে সংশোধিত ফলাফলে তার জিপিএ-৫ এসেছে। শুধু মিয়ারাজ নয়, যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর এমন ফল পরিবর্তন হয়েছে। ওই কেন্দ্রের বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য ছিল।
মিয়ারাজ ইসলাম জানায়, গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫, একটিতে ‘এ’ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হিসেবে ফল আসে। জিপিএ-৫ হবে—এমন আত্মবিশ্বাস তার ছিল।
আজ শিক্ষা বোর্ডের সংশোধিত ফলাফলে তার জিপিএ-৫ আসে। এই কয়েক দিন তার বাবা-মাসহ পরিবারের কারও খাওয়া-ঘুম ছিল না। বাড়ির সবার মন খারাপ ছিল। এখন জিপিএ-৫ পেয়ে তার বাড়ির সবাই খুব খুশি।
পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, এই কেন্দ্র থেকে এ বছর ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৪৮ জন। বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাওয়া হয়। তখন কেন্দ্রসচিব মো. খান জাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।
কেন্দ্রসচিব খান জাহান আলী বলেন, ‘কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ে অকৃতকার্য এল, তা আমরা বুঝতে পারিনি। ফল সংশোধনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করার পর আজ শিক্ষা বোর্ডে গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।’
৪৮ শিক্ষার্থীর ফলাফলে কী সমস্যা হয়েছিল—জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এমনটা হয়েছে। আজ তাদের ফল সংশোধন করে দেওয়া হয়েছে। সবাই জিপিএ-৫ পেয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরো খবর পড়ুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
৩৪ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে