মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় গাছের পাতা পাড়ায় এক কিশোরকে (১৬) হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পুরাতন বন্দরের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনে সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই কিশোর। এরপর তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে তার জ্ঞান ফিরলেও সন্ধ্যার পর আবারও সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় ওই কিশোরের বাবা ওই দিন রাতেই থানায় একটি অভিযোগ দিয়েছেন।
নির্যাতনের শিকার কিশোরের বাবা ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোর বুধবার মোংলা বন্দর কর্তৃপক্ষের পুরাতন বন্দর এলাকার আবাসিক এলাকার মধ্যে মেহগনি গাছের পাতা পাড়তে যায়। গাছ থেকে পাতা পাড়ার একপর্যায়ে বন্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেন তাকে গাছ থেকে নামিয়ে বেদম মারধর করেন। হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় চালানো নির্যাতনে ওই কিশোর সেখানে অচেতন হয়ে পড়ে। অচেতন হয়ে পড়লে বেল্লাল কিশোরের হাত-পায়ের দড়ি খুলে দিয়ে সেখান থেকে সরে পড়েন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের শিকার কিশোর ভাড়ায় ভ্যানচালক। আর তাঁর বাবা মন্টুও ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান বলেন, কিশোরের শরীরে লাঠির অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পুরোপুরি সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই কিশোর। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেন নির্যাতনের কথা স্বীকার করে বলেন, ‘নিউজ করবেন কেন! রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বসে আজ বৃহস্পতিবার এ বিষয়ের সমাধান করে দেবেন।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, এ ঘটনায় নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে কিশোর নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটের মোংলায় গাছের পাতা পাড়ায় এক কিশোরকে (১৬) হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পুরাতন বন্দরের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনে সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই কিশোর। এরপর তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে তার জ্ঞান ফিরলেও সন্ধ্যার পর আবারও সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় ওই কিশোরের বাবা ওই দিন রাতেই থানায় একটি অভিযোগ দিয়েছেন।
নির্যাতনের শিকার কিশোরের বাবা ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোর বুধবার মোংলা বন্দর কর্তৃপক্ষের পুরাতন বন্দর এলাকার আবাসিক এলাকার মধ্যে মেহগনি গাছের পাতা পাড়তে যায়। গাছ থেকে পাতা পাড়ার একপর্যায়ে বন্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেন তাকে গাছ থেকে নামিয়ে বেদম মারধর করেন। হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় চালানো নির্যাতনে ওই কিশোর সেখানে অচেতন হয়ে পড়ে। অচেতন হয়ে পড়লে বেল্লাল কিশোরের হাত-পায়ের দড়ি খুলে দিয়ে সেখান থেকে সরে পড়েন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের শিকার কিশোর ভাড়ায় ভ্যানচালক। আর তাঁর বাবা মন্টুও ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান বলেন, কিশোরের শরীরে লাঠির অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পুরোপুরি সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই কিশোর। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেন নির্যাতনের কথা স্বীকার করে বলেন, ‘নিউজ করবেন কেন! রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বসে আজ বৃহস্পতিবার এ বিষয়ের সমাধান করে দেবেন।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, এ ঘটনায় নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে কিশোর নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
১ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
২ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে