Ajker Patrika

বাজার নিয়ন্ত্রণে নাগরিক আন্দোলন খুলনার ৭ দফা সুপারিশ 

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৯: ২১
বাজার নিয়ন্ত্রণে নাগরিক আন্দোলন খুলনার ৭ দফা সুপারিশ 

মাত্র দেড় মাসের ব্যবধানে খুলনায় নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। গত নভেম্বর মাসে চিনির দর ছিল ১৩৫ টাকা কেজি। দেড় মাসের ব্যবধানে তা বেড়ে ১৪৫ টাকায় বিক্রয় হচ্ছে। নভেম্বরে ১৩০ টাকার মসুরের ডাল এখন ১৪০ টাকা, তিউনিসিয়ার যে খেজুর প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হতো—তা এখন ৪০০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা থেকে বেঁড়ে এখন ৭০০ টাকা। 

এ ছাড়া খাসির মাংস, ব্রয়লার মুরগি, গরিবের আমিষের অন্যতম উৎস পাঙাশ, তেলাপিয়াসহ সব ধরনের মাছের দাম বেড়েই চলেছে। মূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে চাল। ভরা মৌসুমেও চালের বাজার অস্থির। বেড়েছে ওষুধের দামও। সব মিলিয়ে নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। 

এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে সাত দফা সুপারিশ করেছে নাগরিক আন্দোলন, খুলনা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সুপারিশগুলো হচ্ছে—অবিলম্বে অসৎ ব্যবসায়ী, মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, টিসিবির সংস্কার ও দুর্নীতি দূর করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিস্তৃতি ঘটিয়ে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তা সহজলভ্য করা, খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ‘ওএমএস’ কার্যক্রমের দুর্নীতি দূর করে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য সহজলভ্য করা, রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির অনৈতিক কার্যক্রম কঠোরভাবে দমন করা, বাজার মনিটরিংয়ে যুক্ত সংস্থা ও কর্মকর্তাদের দক্ষতা ও সততা নিশ্চিত করা, খাদ্যদ্রব্য মজুত-সংক্রান্ত যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করা এবং ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিটি জেলায় নিয়মিত গণশুনানির আয়োজন করা।

এ ছাড়া একজন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স নিয়মিত বাজারে অভিযান চালানোর দাবি জানান সংগঠনের সমন্বয়কারী ডা. শেখ বাহারুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত