Ajker Patrika

পিকনিকে নৌকার ওপর নাচানাচির সময় নদে পড়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২০: ৩৬
পিকনিকে নৌকার ওপর নাচানাচির সময় নদে পড়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে নৌকায় পিকনিক করতে গিয়ে নাচানাচির একপর্যায়ে নদীতে পড়ে শুভ ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার ২২ ঘণ্টা পরেও নদীতে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ আগস্ট) সন্ধা ৬টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কসংলগ্ন গড়াই নদে ওই যুবক পড়ে নিখোঁজ হন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে এলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। 

কুষ্টিয়ার গড়াই নদে পিকনিকের নৌকাভর্তি মানুষখবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদে এ উদ্ধার অভিযান চালাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত