Ajker Patrika

শিশুর মৃত্যুতে বিয়ে বাড়িতে বিষাদ, গেল না বরযাত্রী

শিশুর মৃত্যুতে বিয়ে বাড়িতে বিষাদ, গেল না বরযাত্রী

যশোরের মনিরামপুরে আনিশা খাতুন নামে ২ বছর বয়সী একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বাড়ির সবাই বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই ফাঁকে নিখোঁজ হয় সে। আনিশার চাচার বিয়ে ছিল আজ (সোমবার)। এদিকে তার মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক চাচার বিয়ের যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার গোবিন্দপুর গ্রামে। শিশু আনিশা গোবিন্দপুর গ্রামের তহিদুল ইসলামের মেয়ে। তার মৃত্যুতে বিয়ের আনন্দ পরিবারটির কাছে বিষাদে পরিণত হয়েছে। 

শিশু আনিশার চাচি হালিমা বেগম বলেন, ‘আমার দেবর সাহিদুল বহুদিন পর বিদেশ থেকে ফিরেছেন। আমরা খুলনা ফুলতলায় তাঁর বিয়ে ঠিক করেছি। সোমবার সকালে বাড়ির সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আনিশাকে সঙ্গে নেওয়ার জন্য ওর মা নতুন জামা পরিয়েছিল। সে জামা খুলে রেখে কোনো এক ফাঁকে পুকুরে নেমে পড়ে।’

হালিমা বেগম আরও বলেন, ‘সবাই যখন মাইক্রোবাসে উঠবে তখন আনিশাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। তখন ডাক্তার আনিশাকে মৃত ঘোষণা করেন।’ 

মনিরামপুর হাসপাতালের প্রধান তন্ময় বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।’ 

মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’ 

মৃত আনিশার বাবা তহিদুল ইসলাম বলেন, ‘উপস্থিত বিয়ের কাজ বন্ধ করা হয়েছে। আমরা মেয়ের মৃত্যুর বিষয়টি তাঁদের জানিয়ে দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত