Ajker Patrika

নৌকার বিরোধিতা করায় শ্রীপুরে আওয়ামী লীগের ১০ নেতা বহিষ্কার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৫৬
নৌকার বিরোধিতা করায় শ্রীপুরে আওয়ামী লীগের ১০ নেতা বহিষ্কার

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থীদের বিপক্ষে অবস্থান করায় মাগুরার শ্রীপুর উপজেলার ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা রয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত ১০ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃত নেতারা হলেন-১ নম্বর গয়েশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজব আলী মণ্ডল, সদস্য মো. ইউসুফ আলী মণ্ডল, ২ নম্বর আমলসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সঞ্জিত কুমার কিতনিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া সাচ্চু, ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহাসিন আলী, ৭ নম্বর সব্দালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরুল হোসেন মোল্লা, ৮ নম্বর নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস ছালাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য তৈয়েবুর রহমান খান, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান মিয়া। 

এ ছাড়া ২ ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন-মাগুরা জেলা ছাত্র লীগের সহসভাপতি গোলাম সরোয়ার মুন এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন মোল্লা। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের ২ নেতাকে বহিষ্কারের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এমনকি বাকি যারা নৌকার বিপক্ষে রয়েছেন তাঁদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা করা হবে।’ 

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করায় এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তাঁদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা এখন থেকে আর কোনো দলীয় পদ পদবির পরিচয় দিতে পারবেন না। 

এ দিকে উপজেলায় চার ইউনিয়নে নৌকার বিপক্ষে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ১ নম্বর গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইউসুফ আলী মণ্ডল, ২ নম্বর আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া সাচ্চু, ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য তৈয়েবুর রহমান খান এবং ৮ নম্বর নাকোল ইউনিয়নে মাগুরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান মিয়া। 

উল্লেখ্য, চতুর্থ ধাপে শ্রীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত