Ajker Patrika

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে হত্যাচেষ্টার মামলায় সদর থানা যুবলীগের সদস্য এনামুল কবির বিপ্লবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাত দেড়টার দিকে ঢাকার মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এনামুল ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন আজকের পত্রিকাকে জানান, গত বছরের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে কোপানো হয়।

এ ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। এই মামলার আসামি এনামুল কবির বিপ্লব ঢাকার মহাখালী এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‍্যাব।

এরই পর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত