মাগুরা প্রতিনিধি
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হওয়ায় মাগুরায় চা-দোকানি মোহামেডান ফ্রি চা খাওয়াচ্ছেন মেয়েদের। আজ সোমবার বেলা ১১টা থেকে আর্জেন্টিনার এই ভক্ত এ কার্যক্রম শুরু করেন।
মেয়েদের শুধু কেন—এই প্রশ্নে মোহামেডান বলেন, গেল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সারা দিন ছেলেদের ফ্রি চা খেতে দিয়েছিলাম। তখন অনেক মেয়েই বলেছিল এই সুযোগ মেয়েদেরও দিতে হবে। এ জন্য কোপা আমেরিকায় সেই সুযোগ দিয়েছি।’
মাগুরা শহরের প্রাণকেন্দ্রের ইসলামপুর পাড়াসংলগ্ন মোহামেডানের চায়ের দোকান। আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাল ও দুধ চা বিক্রি করবেন। স্থানীয় স্বাধীন নামে একজন বলেন, ‘মোহামেডান বরাবরই আর্জেন্টিনার ভক্ত। কোপা আমেরিকা শিরোপা জিতেছে, তাই মোহামেডান খুশি। তাঁর খুশিতে আমরাও অবাক হই। সে তার দোকানটাই রং করেছে আর্জেন্টিনার পতাকার রঙে।’
দুপুর সাড়ে ১২টায় চা খেতে আসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘চা ফ্রি কি না, জানতাম না। তবে আমিও আর্জেন্টিনার সমর্থক। তাই এই দোকানে বরাবরই চা খেতে আসি বান্ধবীদের নিয়ে। চা খাওয়ার পর বিক্রেতা বলছে টাকা লাগবে না। ফ্রি চা। এটা তো খুব ভালো লাগল।’
১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১২ জন মেয়ে চা খেয়েছে বলে জানান বিক্রেতা মোহামেডান। তিনি বলেন, ‘আজ রাত ১২টা পর্যন্ত যত মেয়ে চা খাবে, কাউকে টাকা দিতে হবে না। সবাই ফ্রি খাবে।’
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হওয়ায় মাগুরায় চা-দোকানি মোহামেডান ফ্রি চা খাওয়াচ্ছেন মেয়েদের। আজ সোমবার বেলা ১১টা থেকে আর্জেন্টিনার এই ভক্ত এ কার্যক্রম শুরু করেন।
মেয়েদের শুধু কেন—এই প্রশ্নে মোহামেডান বলেন, গেল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সারা দিন ছেলেদের ফ্রি চা খেতে দিয়েছিলাম। তখন অনেক মেয়েই বলেছিল এই সুযোগ মেয়েদেরও দিতে হবে। এ জন্য কোপা আমেরিকায় সেই সুযোগ দিয়েছি।’
মাগুরা শহরের প্রাণকেন্দ্রের ইসলামপুর পাড়াসংলগ্ন মোহামেডানের চায়ের দোকান। আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাল ও দুধ চা বিক্রি করবেন। স্থানীয় স্বাধীন নামে একজন বলেন, ‘মোহামেডান বরাবরই আর্জেন্টিনার ভক্ত। কোপা আমেরিকা শিরোপা জিতেছে, তাই মোহামেডান খুশি। তাঁর খুশিতে আমরাও অবাক হই। সে তার দোকানটাই রং করেছে আর্জেন্টিনার পতাকার রঙে।’
দুপুর সাড়ে ১২টায় চা খেতে আসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘চা ফ্রি কি না, জানতাম না। তবে আমিও আর্জেন্টিনার সমর্থক। তাই এই দোকানে বরাবরই চা খেতে আসি বান্ধবীদের নিয়ে। চা খাওয়ার পর বিক্রেতা বলছে টাকা লাগবে না। ফ্রি চা। এটা তো খুব ভালো লাগল।’
১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১২ জন মেয়ে চা খেয়েছে বলে জানান বিক্রেতা মোহামেডান। তিনি বলেন, ‘আজ রাত ১২টা পর্যন্ত যত মেয়ে চা খাবে, কাউকে টাকা দিতে হবে না। সবাই ফ্রি খাবে।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২১ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৬ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৪১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে