ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবার সরবরাহ বন্ধ রয়েছে গত এক সপ্তাহ ধরে। ডাইনিংয়ের প্রায় দুই লাখ টাকা ভর্তুকি বকেয়া থাকায় খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছেন ম্যানেজার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শেষে আবাসিক হলগুলো খুলেছে গত ১৫ জুন। তবে এক সপ্তাহ পার হলেও জিয়া হলের ডাইনিং চালু হয়নি। খাবারের জন্য শিক্ষার্থীদের ভরসা এখন অন্য হলের ডাইনিং কিংবা বাইরের হোটেল। এতে খরচ বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
ডাইনিং ম্যানেজার পায়না বলেন, “সাবেক প্রভোস্টের সময়কার ৫ মাসের ভর্তুকির ২ লাখ টাকা এখনো বকেয়া। ধারদেনা করে এতদিন চালালেও এখন আর সম্ভব হচ্ছে না। বর্তমান প্রভোস্ট বলছেন, সাবেক প্রভোস্টের কাছ থেকে টাকা নিতে, কিন্তু আমি কীভাবে এত ঋণ পরিশোধ করব?”
শিক্ষার্থী মোহাম্মদ শরীফ বলেন, “অন্যান্য হলের ডাইনিং চালু হলেও জিয়া হলে এখনও খাবার মেলে না। বাধ্য হয়ে বাইরে খেতে হচ্ছে, যা খরচের দিক দিয়ে ভীষণ কষ্টকর।”
এ বিষয়ে সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, “বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর আশ্বাস দিয়েছিলেন, প্রয়োজনে যেকোনো ফান্ড থেকে হলের আর্থিক বিষয় মেটানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।”
বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতি মাসের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি ম্যানেজারকে। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে, তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবার সরবরাহ বন্ধ রয়েছে গত এক সপ্তাহ ধরে। ডাইনিংয়ের প্রায় দুই লাখ টাকা ভর্তুকি বকেয়া থাকায় খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছেন ম্যানেজার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শেষে আবাসিক হলগুলো খুলেছে গত ১৫ জুন। তবে এক সপ্তাহ পার হলেও জিয়া হলের ডাইনিং চালু হয়নি। খাবারের জন্য শিক্ষার্থীদের ভরসা এখন অন্য হলের ডাইনিং কিংবা বাইরের হোটেল। এতে খরচ বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
ডাইনিং ম্যানেজার পায়না বলেন, “সাবেক প্রভোস্টের সময়কার ৫ মাসের ভর্তুকির ২ লাখ টাকা এখনো বকেয়া। ধারদেনা করে এতদিন চালালেও এখন আর সম্ভব হচ্ছে না। বর্তমান প্রভোস্ট বলছেন, সাবেক প্রভোস্টের কাছ থেকে টাকা নিতে, কিন্তু আমি কীভাবে এত ঋণ পরিশোধ করব?”
শিক্ষার্থী মোহাম্মদ শরীফ বলেন, “অন্যান্য হলের ডাইনিং চালু হলেও জিয়া হলে এখনও খাবার মেলে না। বাধ্য হয়ে বাইরে খেতে হচ্ছে, যা খরচের দিক দিয়ে ভীষণ কষ্টকর।”
এ বিষয়ে সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, “বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর আশ্বাস দিয়েছিলেন, প্রয়োজনে যেকোনো ফান্ড থেকে হলের আর্থিক বিষয় মেটানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।”
বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতি মাসের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি ম্যানেজারকে। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে, তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।”
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৫ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৫ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৫ ঘণ্টা আগে